হাসান হাফিজের কবিতার সঠিক মূল্য নির্ধারণের জন্য আমার মনে হয় কয়েক দশক পেছনে ফিরে যেতে হবে। একথা যদিও প্রথমেই বলে নেওয়া ভালো যে, সত্যিকার অর্থেই তিনি সাত দশকের অন্যতম গুরুত্বপূর্ণ কবি। তিনি শুরু থেকেই কবিতার পাশাপাশি লেখক হিসেবে নিজেকে বহুমাত্রায় বিস্তৃত করে চলেছেন। ফলে কাল-প্রবাহের সঙ্গে তাঁর নিজের সৃষ্টিশীল-কর্মের উজ্জ্বলতার ওপর তাঁর নিজেরই সৃষ্টিশীলতার বহুমুখী প্রলেপ পড়া অসম্ভব নয়। কারণ পাঠকের স্মৃতি বেশি বৈচিত্র্যপূর্ণ সৃষ্টিকর্ম একইসঙ্গে বেশি দিন ধারণ করতে পারে না। অধিকাংশ সময়ে নতুন সৃষ্টিকর্ম দ্বারা নতুনভাবে আচ্ছন্ন হয়ে পড়েন। উদাহরণ হিসেবে হাসান হাফিজের একটি কাব্যগ্রন্থের কথা এখানে উল্লেখ করা যেতে পারে। যেটি প্রকাশিত হয়েছিল ১৯৮২ সালে, প্রকাশ করেছিল উত্তরসূরি প্রকাশন, কাব্যগ্রন্থের নাম ‘এখন যৌবন যার’। পাঠক কাব্যগ্রন্থটির নাম শোনার সঙ্গে সঙ্গে বাংলা সাহিত্যে অন্যতম জনপ্রিয়তম কবি প্রয়াত হেলাল...