আমার বাংলাদেশ পার্টির (এবি) ঢাকা মহানগর দক্ষিণ শাখার উদ্দোগ্যে কোতায়ালী থানার বাবুবাজারে এক জনসভা অনুষ্ঠিত হয়। নতুন বাংলাদেশ ২.০ বিনির্মাণের অগ্রযাত্রায় এবি পার্টির ভূমিকা ও অঙ্গীকার শীর্ষক উক্ত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। এসময় তিনি বলেন, ভিন্ন মত, পথের কারণে যারা বিরোধী দলের নিরীহ মানুষকে হত্যা ও গুম করেছে, দাড়ি টুপির জন্য জঙ্গি বানিয়ে ক্রসফায়ার করেছে তাদেরকে বিচারের মুখোমুখি অবশ্যই হতে হবে। গণতন্ত্র ও মানুষ হত্যা করে যদি প্রধান বিচারপ্রতি, সচিব, মন্ত্রী-এমপিরা জেলে থাকতে পারে তাহলে জনগণের কর্মচারীরা কেন স্পেশাল এসির কারাগারে থাকবে? এসময় তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযুক্ত সেনা কর্মকর্তাদেরকে বিচারের মুখোমুখি করার জন্য ধন্যবাদ দিয়ে বলেন, ট্রাইব্যুনাল ও স্বরাষ্ট্রমন্ত্রণালয়কে সকল খুন গুমের বিচারে ইনসাফ প্রতিষ্টা করতে হবে যেন ন্যায়...