রাজধানীর মিরপুরের শিয়ালবাড়িতে একটি গার্মেন্টস ও একটি কেমিকেল গোডাউনে অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ১৬ জনে দাঁড়িয়েছে। স্বজনদের আহাজারিতে ভারি হয়ে উঠেছে চারপাশ। ছোট ভাইয়ের সন্ধানে আসা এক নারী সাংবাদিকদের বলেন, তার ভাইয়ের ১৪ বছর বয়স, নাম আব্দুল আলীম। তিনি বলেন, আজকে আমার ভাইয়ের সঙ্গে আমার কথা হয়নি। আমার আগেই সে অফিসে চলে আসছে। তারপর আমি আর দেখি নাই। আর কথা হয়নি। ভাগিনার সন্ধানে আসা আরেক নারী বলেন, আমার বোনের ছেলেকে পাচ্ছিনা। তার নাম রাকিব। সে তিনতলায় কাজ করে। আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) বেলা ১১টা ৪০ মিনিটের দিকে সাততলা একটি গার্মেন্টসের ৪ তলায় আগুন লাগে। সেখান থেকে কেমিকেল গোডাউনে আগুন ছড়িয়ে পড়ে বলে প্রত্যক্ষদর্শীরা জানান। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রূপনগরে পোশাক ও কেমিক্যাল গোডাউনে লাগা আগুন বিভিন্ন দিকে ছড়িয়ে পড়েছে। তাই...