বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর উদ্যোগে ‘জুলাই সনদের ভিত্তিতে এবং পিআর পদ্ধতিতে নির্বাচনসহ ৫ দফা দাবিতে’ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেল ৪টা ৩০ মিনিটে রাজশাহী নগরীর জিরো পয়েন্ট থেকে আলুপট্রি ও নিউমার্কেট রোড পর্যন্ত বিস্তৃত এই মানববন্ধনে সহস্রাধিক নেতাকর্মী অংশ নেন। সমাবেশে বক্তারা বলেন, বর্তমান নির্বাচন প্রক্রিয়ায় একদলীয় শাসনব্যবস্থা টিকে আছে। এই পরিস্থিতি থেকে বেরিয়ে এসে গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে পিআর পদ্ধতিতে নির্বাচনের কোনো বিকল্প নেই। তারা বলেন, “আমরা আর কোনো একদলীয় শাসনব্যবস্থার অধীনে নতুন কোনো ফ্যাসিস্ট শাসক দেখতে চাই না। প্রতিটি ভোটারের মতামতের যথাযথ মূল্যায়ন নিশ্চিত করতে পিআর পদ্ধতিই একমাত্র পথ।” বক্তারা আরও বলেন, এই পদ্ধতিতে নির্বাচন হলে মনোনয়ন বাণিজ্য, রাজনৈতিক দৃর্বৃত্তায়ন ও পেশীশক্তির ব্যবহার উল্লেখযোগ্যভাবে কমে যাবে। বক্তারা জানান, বিশ্বের বহু উন্নত দেশে পিআর পদ্ধতির নির্বাচন প্রচলিত।...