১৪ অক্টোবর ২০২৫, ০৮:০৬ পিএম | আপডেট: ১৪ অক্টোবর ২০২৫, ০৮:০৬ পিএম বিশ্বজনীন চাপের মুখে গাজায় ইসরায়েলি হামলা আপাতত বন্ধ রয়েছে, এবংইসরায়েল-হামাসের মধ্যে বন্দী বিনিময় চলছে। কিন্তু অঞ্চলটিতে হামাসের বিরুদ্ধেসংঘর্ষে লিপ্ত হয়েছে অন্যান্য সশস্ত্র গোষ্ঠী। রবিবার একটি সশস্ত্র গোষ্ঠী এবং হামাস নিরাপত্তা বাহিনীর মধ্যে সংঘটিত সংঘর্ষে হামাসের ৮ সদস্যসহ কমপক্ষে ২৭ জন নিহত হয়েছে। ফিলিস্তিনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই সংঘর্ষে কর্তব্যরত ২৮ বছর বয়সী ফিলিস্তিনি সাংবাদিক সালেহ আলজাফরাউই নিহত হয়েছেন। ১০ আগস্ট ইসরায়েলি হামলায় আল জাজিরার সংবাদদাতা আনাস আল-শরীফ নিহত হওয়ার পর, তার বন্ধু ও সহকর্মী আলজাফরাউই হত্যার ঘটনায় সামাজিক মাধ্যমে শোকের ছায়া ছড়িয়ে পড়েছে। আল-শরীফের মতো, আলজাফরাউইকেও তার প্রতিবেদনগুলির জন্য ইসরায়েলিরা একাধিকবার হুমকি দিয়েছিল বলে জানা গেছে। গণমাধ্যমের তথ্য এবং সূত্রগুলি জানিয়েছে, গাজায় হামাসের সাথে লড়াই করেছে ইসরায়েলের সাথে...