বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) বিগত সরকারের আস্থাভাজন ও জুলাই আন্দোলনবিরোধী‘কুশীলব’দের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গত এক বছরেও তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়ায় শেখ হাসিনার আস্থাভাজনদের কবল থেকে রাষ্ট্রীয় টিভি চ্যানেলটি মুক্ত হতে পারছে না বলে অভিযোগ করা হয় মানববন্ধনে। মঙ্গলবার (১৪ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের সামনে ফ্যাসিবাদ প্রতিরোধ আন্দোলন ও সমমনা নয়টি সংগঠন নিয়ে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশটি আয়োজিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ ইতিমধ্যে এক বছর পার হয়েছে। কিন্তু এখন পর্যন্ত‘জুলাই গণহত্যায় বিটিভির কুশীলব’-দের একজনকেও গ্রেপ্তার, বরখাস্ত, দেশত্যাগে নিষেধাজ্ঞা, বাধ্যতামূলক অবসর কিংবা অন্য কোনো বিচারের মুখোমুখি করা হয়নি। এ সময় বিটিভির কয়েকজন কর্মকর্তার নাম উল্লেখ করে বক্তারা বলেন, তাদের বিটিভির গুরুত্বপূর্ণ পদে রেখে আগের মতো ফ্যাসিবাদী রাজত্ব কায়েমের মাধ্যমে দুর্নীতি, লুটপাট...