দাবি-দাওয়া আদায়ে সচিবালয়গামী পদযাত্রা হাই কোর্টের মাজার গেইটের সামনে পুলিশ আটকে দিলে রাতে সেখানে অবস্থানের ঘোষণা দিলেও পরে সিদ্ধান্ত বদলেছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। সেখান থেকে তারা সরে যাচ্ছেন শহীদ মিনারে। মঙ্গলবার রাতে তারা হাই কোর্টের বদলে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থানের কর্মসূচি ঘোষণা করেন। রাত সোয়া ৮টার দিকে দলবেঁধে তাদের শহীদ মিনারের দিকে যেতে দেখা যায়। এদিকে দাবি আদায়ে অনড় আন্দোলনকারীরা বুধবার দুপুর ১২টার মধ্যে সরকারি প্রজ্ঞাপন জারি না হলে এরপর ‘শাহবাগ ব্লকেড’ কর্মসূচিরও ঘোষণা দেন। দেশের বিভিন্ন স্থান থেকে রাজধানীতে জড়ো হওয়া বেসরকারি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীদের পক্ষে জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী রাত ৮টায় পরবর্তী কর্মসূচি ঘোষণা করেন। তিনি বলেন, “শহীদ মিনার যেহেতু আমাদের আন্দোলনের মূল কেন্দ্র তাই আমরা রাতে সেখানে অবস্থানের সিদ্ধান্ত নিয়েছি। বুধবার বেলা...