রাজধানীর উত্তরায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বরাবর স্মারকলিপি দিয়েছেন মাইলস্টোন বিমান দুর্ঘটনায় হতাহত পরিবারের সদস্যরা। বুধবার বিকেলে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল ইসলামের হাতে এই স্মারকলিপি তুলে দেন নিহত ও আহতদের পরিবারের সদস্যরা। তারা জানান, হাইকোর্ট ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর ক্ষতিপূরণ প্রদানের নির্দেশ দিলেও দীর্ঘদিনেও তা বাস্তবায়িত হয়নি, যা অত্যন্ত দুঃখজনক ও হতাশাজনক। পরিবারের সদস্যরা আরও দাবি জানান—দুর্ঘটনায় গুরুতর আহতদের দ্রুত ও উন্নত চিকিৎসার ব্যবস্থা করতে হবে এবং সরকারের পক্ষ থেকে স্থায়ী পুনর্বাসন কর্মসূচি গ্রহণ করতে হবে। এসময় ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল ইসলাম বলেন, “বিএনপি সবসময় হতাহত পরিবারগুলোর পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও...