সাতক্ষীরার শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের বেসরকারি প্যাথলজি ও ডায়াগনস্টিক সেন্টারে পরীক্ষার জন্য রেফার করার নামে গড়ে ওঠা অবৈধ কমিশন সিন্ডিকেটের বিরুদ্ধে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অনিয়মের প্রমাণ মেলায় দালালচক্রের সাতজন সদস্যকে আটক করা হয়েছে। আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে দুদকের খুলনা সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. জাহিদ ফজলের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। আটক ব্যক্তিরা হলেন—আল মামুন বাদশা (২৫), রেজাউল ইসলাম গাজী (৪২), সাগর হোসেন রনি (২০), মিলন কুমার ঘোষ (১৮), অচিন্ত কুমার বৈদ্য (৪৪), প্রসেনজিৎ কুমার মণ্ডল (৩১) ও মর্জিনা (৬০)। এর মধ্যে আল মামুন বাদশা, রেজাউল ইসলাম গাজী, সাগর হোসেন রনি ও মিলন কুমার ঘোষকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড দেওয়া হয়। বাকি তিনজনকে জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন শ্যামনগর উপজেলা সহকারী কমিশনার...