রবি ঠাকুরের কালজয়ী নাটক ‘ডাকঘর’ ফের মঞ্চে ফিরছে ‘পালাকারের’ প্রযোজনায়। রবীন্দ্রনাথ ঠাকুর রচিত এই নাটকটির শততম প্রদর্শনী হবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে নাট্যদলটি। জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটার মিলনায়তনে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় ৯৮তম এই নাটকের প্রদর্শনী হবে। শুক্রবার বিকাল ৫টায় ৯৯তম এবং সন্ধ্যা ৭টায় ১০০তম প্রদর্শনী হবে নাটকটির। পালাকার বিজ্ঞপ্তিতে জানিয়েছে, নির্দেশক শামীম সাগরের নির্মাণে ‘ডাকঘর’ এক অনন্য নাট্য অভিজ্ঞতা। যেখানে মুক্তি, অপেক্ষা ও জীবনের গভীরতর অর্থ এক সূক্ষ্ম নাট্যরূপে ধরা দিয়েছে। নিষেধ ও প্রাচীরের গণ্ডি পেরিয়ে জীবনের শেষ ডাক শোনার অপেক্ষায় থাকা অমলের গল্প যেন আজও প্রাসঙ্গিক, অনুপ্রেরণাদায়ী। ২০০২ সালে প্রতিষ্ঠার পর থেকে পালাকার নিয়মিতভাবে বৈচিত্রপূর্ণ থিয়েটার প্রযোজনা নির্মাণ ও প্রদর্শন করে আসছে। তাদের অন্যতম সাফল্যমণ্ডিত প্রযোজনা ‘ডাকঘর’ বাংলাদেশে ও দেশের বাইরে বিভিন্ন উৎসবে প্রশংসিত হয়েছে। পালাকার এর ভাষ্য,...