ইন্টার মায়ামির দায়িত্ব শেষে জাতীয় দলের অনুশীলনে ফিরেছেন লিওনেল মেসি। তবে আগামীকাল বুধবার (১৫ অক্টোবর) পুয়ের্তো রিকোর বিপক্ষে খেলবেন কি না, তা এখনও অনিশ্চিত। মেসির সঙ্গে কথা বলে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন কোচ লিওনেল স্কালোনি। অনুশীলনে অংশ নিলেও গত শুক্রবার ভেনেজুয়েলার বিপক্ষে মাঠে নামেননি মেসি। জাতীয় দলের ম্যাচ ও ক্লাব ম্যাচের মধ্যে বেছে নিয়েছিলেন ক্লাবের গুরুত্বপূর্ণ ম্যাচটি। গত শনিবার ইন্টার মায়ামির হয়ে খেলতে নেমে দুই গোল করে দলকে বড় জয় এনে দেন মেসি। ক্লাবের খেলা শেষে মেসি আবারও যোগ দিয়েছেন জাতীয় দলের অনুশীলনে। মায়ামির মাঠ ফোর্ট লডারডেলের চেইস স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে আর্জেন্টিনা–পুয়ের্তো রিকো ম্যাচটি। মেসির অনুশীলনে ফেরায় আগামীকালের ম্যাচটি ঘিরে তৈরি হয়েছে উন্মাদনা। মেসির অনুশীলনে ফেরায় খুশি আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। যার প্রকাশ মেলে অ্যাসোসিয়েশনের দেওয়া এক বিবৃতিতে। বিবৃতিতে বলা হয়,নতুন...