ম্যাচের প্রথমার্ধে দুই গোলের ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে গিয়েছিল ব্রাজিল। এমন ম্যাচেও পরাজয় বরণ করতে হবে তাদের বিষয়টা চিন্তা করতে পারেনি হয়তো কেউই। তবে শেষ পর্যন্ত এশিয়ার দল জাপানের কাছে ৩-২ গোলে হেরেছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। আন্তর্জাতিক বিরতির পর জাপান ম্যাচ দিয়েই ফের মিশন শুরু হয়েছে কার্লো আনচেলত্তি বাহিনীর। আজ মঙ্গলবার বিকেলে প্রীতি ম্যাচে জাপানের বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল। এর আগে সর্বশেষ প্রীতি ম্যাচে দক্ষিণ কোরিয়াকে ৫-০ গোলে পরাজিত করেছিল তারা। তবে এবার জাপানের কাছে হেরে গেল উত্তর আমেরিকান এই দেশ। আজ ম্যাচের প্রথমার্ধেই দুই গোলের দেখা পেয়েছিল ব্রাজিল। তবে এরপর দ্বিতীয়ার্ধের খেলায় তারা হজম করে বসে তিন গোল। এতে দুর্দান্ত কামব্যাক দেখালো জাপানিজরা।ব্রাজিল আজকের আগে সর্বশেষ এশিয়ান কোনো দলের কাছে হেরেছিল ১৯৯৯ সালে। এক প্রীতি ম্যাচে দক্ষিণ কোরিয়ার কাছে...