বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) বাংলাদেশ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে এবং বাকৃবি চ্যাপ্টারের আয়োজনে ‘ফেস্টিভাল অব ইউথ ২০২৫’-এর অংশ হিসেবে এবং ‘জুলাই আন্দোলনের প্রথম বার্ষিকী’ উপলক্ষে ‘ন্যাশনাল পলিসি কম্পিটিশন ২০২৫’-এর ফাইনাল রাউন্ড প্রতিযোগিতার আয়োজন করা হয়। গত সোমবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম সম্মেলন কক্ষে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার ও সমবায় মন্ত্রণালয়ের সচিব মো. রেজাউল মাকসুদ জায়েদী। সভাপতিত্ব করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডিন কাউন্সিলের কনভেনর অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অধ্যাপক ড. মো. মতিউর রহমান। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, তারুণ্যের চিন্তা ও ভাবনা আগামী দিনের জাতীয় সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই...