বিএনপি ক্ষমতায় এলে গুম-খুনের শিকার ব্যক্তির পরিবারের দায়িত্ব নেওয়ার কথা জানিয়েছেন দলটির চেয়ারপারসনের উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক। মঙ্গলবার (১৪ অক্টোবর) সুপ্রিম কোর্টের মাজার গেট ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সংলগ্ন গেটের সামনে ‘মায়ের ডাক’-এর মানববন্ধনে তিনি এমন প্রতিশ্রুতি দেন। মানববন্ধনে আওয়ামী লীগ সরকারের শাসনামলে গুম-খুনের শিকার ব্যক্তির স্বজনরা উপস্থিত ছিলেন। তারা তাদের নিখোঁজ স্বজনদের ফিরিয়ে দিতে সরকারের কাছে আকুতি জানান। একই সঙ্গে প্রকৃত অপরাধীদের গ্রেফতার করে বিচারের দাবি জানানো হয়। ভিকটিমের পরিবারের সদস্যদের অভিযোগ, গুম হয়ে ফিরে আসাদের নিয়ে কমিশন ঘোরাফেরা করছে। কিন্তু যেসব পরিবারের সদস্যরা গুম হয়ে যাওয়ার পর আর ফিরে আসেননি তাদের নিয়ে গুম কমিশনের কোনো কাজ দেখছি না। আমরা আমাদের বাবা, ভাই, ও আত্মীয়-স্বজনের সন্ধান চেয়ে মানববন্ধন করতে চাই না। মানববন্ধনে এম এ মালিক...