জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) চলমান পাঁচটি ব্যাচের (১৬,১৭,১৮,১৯,২০তম) শিক্ষার্থীরা বিশেষ বৃত্তি পাচ্ছেন। তবে এ তালিকা থেকে বাদ পড়েছেন ২০১৯-২০ সেশন অর্থাৎ ১৫ ব্যাচের শিক্ষার্থীরা। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক সাবিনা শারমিন। বিশেষ বৃত্তির আওতা থেকে বাদ পড়ায় ক্ষোভ প্রকাশ করেছেন ১৫ ব্যাচের শিক্ষার্থীরা। তারা সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ জানিয়ে বিভিন্ন পোস্ট দিচ্ছেন এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের সিদ্ধান্তের পুনর্বিবেচনা দাবি করছেন। বিশ্ববিদ্যালয় ইসলামিক শিক্ষা বিভাগের ১৫ ব্যাচের শিক্ষার্থী সোহান প্রামানিক তার ব্যাক্তিগত ফেসবুক পোস্টে লিখেন, ১৫ তম আবর্তনকে বৃত্তি থেকে বাদ দেওয়া সম্পূর্ণ অযৌক্তিক। আর কয়েকমাসের মধ্যে এরা ক্যাম্পাস থেকে বেড়িয়ে যাবে। জুলাই থেকে জানুয়ারি এই কয়েকমাসের বৃত্তিটা এদের দেওয়ার জন্য প্রশাসনের কাছে আহ্বান করছি। আশা করি জবি প্রশাসনের নেওয়া অসঙ্গত সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবেন। বাংলা বিভাগের ১৫তম আবর্তনের আরেক শিক্ষার্থী ইমরান হাসান ইমন...