তিনি বলেন, বাংলাদেশ ব্যাংকের অনেক কর্মকর্তা ও কর্মচারী ইসলামি নীতিমালা মেনে চলতে চান। তারা শরিয়াহসম্মত উপায়ে ঋণ নিতে আগ্রহী হলেও বর্তমানে এমন কোনো সুযোগ না থাকায় তারা বঞ্চিত হচ্ছেন। যদি তাদের জন্য শরিয়াভিত্তিক হাউস লোন বা কার লোনের সুযোগ রাখা হয়, তবে তা হবে সময়োপযোগী ও ন্যায়সঙ্গত উদ্যোগ।মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকেলে রাজধানীতে বাংলাদেশ ব্যাংক আয়োজিত পবিত্র সীরাতুন্নবী (সা.) মাহফিলে প্রধান বক্তা হিসেবে উপস্থিত হয়ে তিনি এ আহ্বান জানান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মো. জাকির হোসেন চৌধুরী। সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংক কেন্দ্রীয় মসজিদ কমিটির সভাপতি মো. আনিচুর রহমান এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আফতাব উদ্দিন।শায়খ আহমাদুল্লাহ বলেন, বাংলাদেশ ব্যাংকের অনেক কর্মকর্তা আমাকে জানিয়েছেন, তারা হাউস লোন বা গাড়ি লোনের ক্ষেত্রে শরিয়াহ অনুসরণ করতে চান।...