দ্বিতীয়ার্ধে দুর্দান্ত লড়াই করেও জয় তুলে নিতে পারল না জামাল ভূঁইয়ারা। গোল করেছে, সুযোগও তৈরি করেছে বাংলাদেশ; কিন্তু একের পর এক সুযোগ হাতছাড়া করায় শেষ পর্যন্ত ১-১ ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো লাল-সবুজের প্রতিনিধিদের। এতে এশিয়ান কাপে খেলার স্বপ্ন প্রায় ফিকে হয়ে গেল। কাই তাক স্টেডিয়ামে এশিয়ান কাপ বাছাইপর্বের ফিরতি লেগে মুখোমুখি হয় হংকং ও বাংলাদেশ। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক খেললেও ২২ মিনিটে পাওয়া ফ্রিকিক কাজে লাগাতে পারেনি বাংলাদেশ। এরপর ৩৬ মিনিটে ডিফেন্ডার তারিক কাজীর ফাউলে পেনাল্টি পায় হংকং। স্পটকিক থেকে গোল করে দলকে এগিয়ে দেন ম্যাথিউ ওর। প্রথমার্ধের শেষ দিকে হামজার বাড়ানো একটি পাস থেকে সমতায় ফেরার সুযোগ পেয়েছিল বাংলাদেশ। কিন্তু ফিনিশিংয়ের ঘাটতিতে সেটি মিস হলে পিছিয়ে থেকেই বিরতিতে যায় অতিথিরা। দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরার প্রাণপণ চেষ্টা করে জামাল ভূঁইয়ারা।...