শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে অস্ত্র ও মাদক সম্পৃক্ততার অভিযোগে এক ছাত্রের আজীবন বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের সামনে এ কর্মসূচি পালন করেন লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থীরা। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল নিয়ে প্রশাসনিক ভবন-১ এর সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ মিছিল করেন আন্দোলনকারীরা। পরে বিষয়টি সমাধানের জন্য বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক সাজেদুল করিমের সঙ্গে সাক্ষাৎ করেন তারা। আজীবন বহিষ্কৃত মোহাম্মদ মামুন মিয়া লোকপ্রশাসন বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। মানববন্ধনে লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী খলিলুর রহমান চাঁদ বলেন, “মামুন ভাইয়ের সঙ্গে কারো কোনো শত্রুতা ছিল না। তিনি কারো সঙ্গে কোনোদিন রাগ করে কথাও বলেনি। জুলাই আন্দোলনের সময় তিনি হলেও ছিলেন না। “জুলাই আন্দোলনেও তার সক্রিয় ভূমিকা ছিল। তাকে আমরা কোনোদিন বিড়ি-সিগারেটও খেতে দেখি নাই।...