রাজধানী ঢাকাসহ সারাদেশে গত কয়েক মাসে ছিনতাই-রাহাজানি যে বেড়েছে এ বিষয়ে দ্বিমতের অবকাশ নেই। আর ছিনতাই শুধু ঢাকা শহরেই নয়, সারাদেশই যেন হয়ে উঠেছে অপরাধীদের অভয়ারণ্য। তবে কোনো কোনো শহরে যেমনÑ চট্টগ্রাম, রাজশাহী, ঝিনাইদহ এবং কিছু শিল্প এলাকায় ছিনতাই-রাহাজানিসহ ধর্ষণের আধিক্য বেশি দেখা যায়। খুন-খারাবিও কিছু কম হয় না। যে কোনো কারণেই হোক সন্ধ্যার পর ঢাকা শহরে পুলিশি টহল কমে যায় অনেকাংশে। মোড়ে মোড়ে তল্লাশি চৌকির সংখ্যাও কম। আজকাল ছিনতাইকারীরাও বেপরোয়া-আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তারা থোরাই পরোয়া করে। তদুপরি পুলিশ অনেক সময় থানায় মামলা নিতেও গরিমসি করে উল্টো হয়রানি করে ভিকটিমকে। আর নারী হলে তো কথাই নেই। ফলে অনেকে লোকলজ্জা ও হয়রানির ভয়ে এড়িয়ে যান থানা-পুলিশ। এটা প্রায় ওপেন সিক্রেট। ফলে ছিনতাই-রাহাজানির আসল চিত্র পাওয়া যায় না।পুলিশ সদর দপ্তরের পরিসংখ্যান বলছে,...