মঙ্গলবার বিকেল ৪টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে ‘মার্চ টু সচিবালয়’ শুরু করেন এমপিওভুক্ত শিক্ষক–কর্মচারীরা। তবে হাইকোর্টের মাজার গেটের কাছে আসতেই তাদের আটকে দেয় পুলিশ। এরপর এখানেই অবস্থান নেন তারা। এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিজেদের দাবি পূরণে এখনও অনড় শিক্ষকরা। ফলে দুই পাশের সড়ক বন্ধ থাকায় বিঘ্ন দেখা দিয়েছে যান চলাচলে। একইসঙ্গে দোয়েল চত্বর থেকে সড়ক অবরুদ্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন পথচারী-চাকরিজীবীরা। কর্মসূচিতে অংশ নেওয়া কয়েকজন শিক্ষকের সঙ্গে কথা হয়। তাদেরই একজন মো. কাউসার। তিনি চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার একটি ফাজিল (ডিগ্রি) মাদরাসার আরবি প্রভাষক। ‘মার্চ টু সচিবালয়’ কর্মসূচিতে অংশ নিতে আজই ঢাকায় আসেন। প্রভাষক কাউসার বলেন, গত তিনদিন ধরে আমাদের কর্মবিরতি চলছে। এ কর্মসূচি বাস্তবায়নে আমরা শিক্ষকরা ধাপে ধাপে আসছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা এভাবেই অবস্থান করবো। শুধু ঢাকায়...