
ফেনীতে বর্ণাঢ্য আয়োজনে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। মঙ্গলবার বিকেলে শহরের ভাষা শহীদ আবদুস সালাম স্টেডিয়ামে বেলুন উড়িয়ে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক সাইফুল ইসলাম। এসময় স্থানীয় সরকার উপপরিচালক ও ফেনী পৌরসভার প্রশাসক গোলাম মো. বাতেন, সিভিল সার্জন ডা. মোহাম্মদ রুবাইয়াত বিন করিম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইসমাইল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মু. সাইফুল ইসলাম, ফেনীর ৬ উপজেলা নির্বাহী কর্মকর্তাবৃন্দ ছাড়াও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া ও জেলা আমীর মুফতি আবদুল হান্নান, জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, ইসলামী আন্দোলনের সাধারণ সম্পাদক মাওলানা একরামুল হক ভূঁইয়া, স্টার লাইন গ্রুপের ভাইস চেয়ারম্যান জাফর উদ্দিনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ছাত্র প্রতিনিধি ও খেলোয়াররা উপস্থিত ছিলেন। ‘তারুণ্যের উৎসব’ উদযাপনের অংশ হিসেবে এ...