যাদের হাত ধরে ক্ষমতায় বসেছিলেন, তাদের হাতেই ক্ষমতাচ্যুত হলেন মাদাগাস্কারের প্রেসিডেন্ট আন্দ্রি রাজোয়েলিনা! সেই শক্তির নাম সেনাবাহিনীর বিশেষ ইউনিট ‘ক্যাপসাট’। ২০০৯ সালে রাজোয়েলিনাকে ক্ষমতায় বসাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল ‘ক্যাপসাট’। এখন রাজোয়েলিনা দেশ ছেড়ে পালানো ও সেনাবাহিনী ক্ষমতা দখলের জেরে আবারও আলোচনায় উঠে এসেছে শক্তিশালী এই সেনা ইউনিটটি। মাদাগাস্কারের ক্যাপসাট (CAPSAT) হলো দেশটির সেনাবাহিনীর একটি বিশেষ ও প্রভাবশালী ইউনিট, যার পূর্ণ নাম ‘Corps des personnels et des services administratifs et techniques des armées’ — অর্থাৎ সামরিক প্রশাসনিক ও কারিগরি সেবা কর্পস। এটি মূলত একটি সামরিক ইউনিট, যা প্রশাসনিক ও প্রযুক্তিগত কাজের পাশাপাশি রাজনৈতিক অস্থিরতার সময় দেশটির রাজনীতিতে হস্তক্ষেপের ইতিহাসও বহন করে। আরও পড়ুন>>জেন-জি বিক্ষোভের মুখে এবার দেশ ছেড়ে পালালেন মাদাগাস্কারের প্রেসিডেন্টমাদাগাস্কারে সরকারবিরোধী জেন-জি বিক্ষোভে অংশ নিলেন সেনা সদস্যরাপ্রকাশ্যে এলেন মাদাগাস্কারের প্রেসিডেন্ট,...