ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজের নবম শ্রেণির এক ছাত্রীকে অপহরণ ও ধর্ষণের মামলায় আসামি আনিছ আহম্মেদ নীল নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছে আদালত। আজ মঙ্গলবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪ এর বিচারক মুন্সী মশিয়ার রহমান এ দন্ড দেন। নীলকে ধর্ষণের অভিযোগে যাবজ্জীবন কারাদণ্ড, এক লাখ টাকা অর্থদণ্ড দেয় আদালত। পাশাপাশি অপহরণের দায়ে তাকে আরও ১৪ বছরের কারাদণ্ডের পাশাপাশি ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেয় আদালত। আসামির স্থাবর/অস্থাবর সম্পত্তি বিক্রি করে অর্থদণ্ডের টাকা ভূক্তভোগীর পরিবারকে দিতে ঢাকার জেলা ম্যাজিস্ট্রেটকে নির্দেশ দেওয়া হয় রায়ে। তবে, সাজাপ্রাপ্ত আসামি নীল এখন পর্যন্ত পলাতক রয়েছে। মামলার অভিযোগে বলা হয়, ওই ছাত্রীর সঙ্গে নীলের ফেইসবুকে পরিচয় হয়। এরপর থেকে তাকে উত্যক্ত করে আসছিল আসামি। পরিবার নিষেধ করলেও নীন তাতে কর্ণপাত করেননি। ২০১৭ সালের ৩০...