ঘরের মাঠে হংকংয়ের বিপক্ষে দুর্দান্ত ফুটবল উপহার দিয়েছিল হামজা চৌধুরীরা। কিন্তু শেষ মুহূর্তে গোল হজম করে ৪-৩ গোলে হেরেছিল বাংলাদেশ ফুটবল দল। ৫দিনের ব্যবধানে এএফসি এশিয়ান বাছাইয়ে ফিরতি পর্বের ম্যাচ খেলতে আবারও বাংলাদেশ দল নামলো হংকংয়ের কাইতাক ন্যাশনাল স্টেডিয়ামে। এই ম্যাচেও অসাধারণ ফুটবল উপহার দিলো হামজা চৌধুরী-শামিত সোমরা। ঘরের মাঠে শক্তিশালী হংকংকে জিততে দিলো না বাংলাদেশ। ড্র করলো ১-১ গোলে। প্রথমার্ধের ৩৬তম মিনিটে গোল করে হংকংকে এগিয়ে দিলেন ম্যাট অর। ম্যাচের একেবারে শেষ দিকে, ৮৪তম মিনিটে বাংলাদেশকে সমতায় ফেরান রাকিবুল হোসেন। শেষ ১৪ মিনিট ১০ জনের দলে পরিণত হয়েছিল হংকং। বাংলাদেশ তখন ০-১ গোলে পিছিয়ে। সমর্থকরা গা ছাড়া দিয়ে উঠেছিলেন আশায় বুক বেধে। যদি বাংলাদেশ প্রথম জয় নিয়ে ফিরতে পারে! তবে সে আশা পূরণ হয়নি। ম্যাচের তিন মিনিট বাকি থাকতে...