সন্ধ্যায় শিক্ষকদের দাবির সঙ্গে সংহতি জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক রুহুল আমীন বলেন, ‘ঢাবির শিক্ষকরা চিকিৎসায় যে খরচ পান, গ্রামের এমপিওভুক্ত শিক্ষকও ততটিই খরচ পান। আমরা যদি এতগুলো টাকা ভাতা পাই, তাহলে তাদের ১৫০০ টাকা চিকিৎসাভাতা দেওয়ায় সরকারের সমস্যা কোথায়?’ তিনি সরকারের উদ্দেশ্যে বলেন, ‘অবিলম্বে শিক্ষকদের দাবি মেনে নিন। এ শিক্ষকরা অনেক বৈষম্যের শিকার, তাদের প্রতি...