বিত্র কোরআন অবমাননার অভিযোগের মামলায় গ্রেপ্তার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অপূর্ব পালের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম সারাহ ফারজানা হকের আদালত উভয় শুনানি শেষে এ আদেশ দেন। গত ৯ অক্টোবর মামলার তদন্ত কর্মকর্তা ভাটারা থানার উপ-পরিদর্শক চাঁদ মিয়া আসামি অপূর্বকে ১০ দিনের রিমান্ডের আবেদন করেন। আদালত আসামির উপস্থিতিতে রিমান্ডের শুনানির জন্য গতকাল দিন ধার্য করেছিল। গতকাল তার উপস্থিতিতে রিমান্ড শুনানি হয়। শুনানি চলার সময় আসামি অপূর্ব পাল আদালতকে জানান, ঘটনার দিন কি হয়েছে, তার মনে নেই। তার সঙ্গে অদৃশ্য কিছু আছে বলে দাবি করেন। গত ৪ অক্টোবর মধ্যরাতে রাজধানীর একটি আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ওইদিন সকালে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ভেতরে...