জনবল সংকটে কুষ্টিয়ার খোকসা উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় ও পশু হাসপাতালের কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। ফলে প্রায় দেড় হাজার খামারি ও কয়েক লাখ কৃষক প্রয়োজনীয় চিকিৎসা ও পরামর্শ থেকে বঞ্চিত হচ্ছেন। সংশ্লিষ্ট দপ্তর সূত্রে জানা যায়, উপজেলা প্রাণিসম্পদ অফিসে ১১টি পদে কর্মকর্তা-কর্মচারী থাকার কথা। বর্তমানে কর্মরত আছেন ৬ জন। এই উপজেলায় ২ লাখের বেশি গবাদিপশু ও ৫ লাখের বেশি হাঁস-মুরগি রয়েছে। কিন্তু চিকিৎসক সংকটে পশুর সময়মতো সঠিক চিকিৎসা দেওয়া সম্ভব হচ্ছে না। পদ শূন্য থাকার প্রভাবে উপজেলায় পশুপাখির নিয়মিত টিকাদান, চিকিৎসা, সম্প্রসারণ, কৃত্রিম প্রজনন, গরু মোটাতাজাকরণ ও খামার পরিদর্শন মারাত্মকভাবে ব্যহত হচ্ছে বলে জানিয়েছেন খামার মালিকেরা। তাঁদের অভিযোগ, বিনামূল্যে ঔষধ থেকেও টাকা নেওয়া হয়, সরবরাহ থাকার পরও কোম্পানির ঔষধ কিনতে বাধ্য করা হয়৷ অভিযোগ উঠেছে,...