কক্সবাজারের রামুর বৌদ্ধপল্লীতে সহিংসতার ঘটনার পর দীর্ঘ ১৩ বছরেরও বেশি সময় নিখোঁজ থাকা আলোচিত সেই উত্তম বড়ুয়ার খোঁজ মিলেছে ফ্রান্সে। ফেসবুকে স্ত্রী ও সন্তানসহ ছবি পোস্ট করে তিনি নিজেই এ খবর জানিয়েছেন। ফ্রান্সের স্থানীয় সময় রোববার রাতে (বাংলাদেশে সোমবার সকালে) উত্তম বড়ুয়া তার ব্যবহৃত ফেসবুক আইডি ‘Barua Anirban N Sen’ থেকে পরিবারের সঙ্গে একটি ছবি পোস্ট করে লেখেন— ‘দীর্ঘ তেরো বছর তেরো দিন পর আমাদের দেখা। জীবনের স্মরণীয় একটা রাত।’ এরপর একই আইডিতে আরেকটি পোস্টে তিনি লিখেছেন— ‘সকল কল্যাণমিত্র এবং শুভাকাঙ্ক্ষীদের প্রতি অশেষ কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি।’ গবেষক ও সাংবাদিক একেএম আতিকুজ্জামান সেই পোস্টটি শেয়ার করে লিখেছেন— ‘উত্তম হারিয়ে গিয়েছিল। ১৩ বছর ১৩ দিন পর অবশেষে তার খোঁজ পেল পৃথিবী। যৌবনের শুরু থেকে পুরো এক যৌবন হারিয়েছে সে। প্রমাণিত...