ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষক অধ্যাপক ড. মো: আব্দুস সালাম জনকন্ঠকে বলেন, এশিয়ার সবচেয়ে কম বেতনের শিক্ষক বাংলাদেশে। শিক্ষকরা যে বেতন পান, তাতে দৈনন্দিন ব্যয়ভার বহন করা মুশকিল। আর্থিক সংকটে থাকলে শিক্ষকদের পাঠদান ঠিকমতো হয় না। ফলে শিক্ষকদের আন্দোলন এবং দাবি দুটোই যৌক্তিক। "স্বাধীনতার পর থেকে শিক্ষকরা বঞ্চিত অবস্থায়ই রয়েছে। সব সরকারই শিক্ষার গুণগত পরিবর্তন চান, কিন্তু শিক্ষকদের আর্থিক পরিবর্তনের চিন্তা কেউই করেন না। সুতরাং সরকার যদি সত্যিকার অর্থেই শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে চান, তাহলে শিক্ষকদের আর্থিক দাবি মেনে নিতে হবে।” মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ২০২৫-২৬ শিক্ষাখাতে বরাদ্দ ধরা হয়েছে ৯৫,৬৪৪ কোটি টাকা। এর মধ্যে প্রাথমিক ও গণশিক্ষায় বরাদ্দ করা হয়েছে ৩৫,৪০৩ কোটি টাকা, মাধ্যমিক ও উচ্চ শিক্ষায় ৪৭,৫৬৩ কোটি টাকা এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের...