দ্বীর্ঘ ৩৫ বছরের প্রতিক্ষার অবসান ঘটিয়ে রাত পোহালেই অনুষ্টিত হবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচন। গতকাল সোমবার রাতেই শেষ হয়েছে প্রচারণা। বিশ্লেষকদের মতে কোন দলই পূর্ণ প্যানেলে বিজয় হওয়ার সম্ভাবনা কম হলে চমক দেখাতে পারে স্বতন্ত্র প্রার্থীরা। ক্যাম্পাস জুড়ে নেয়া হয়েছে চার ধাপের নিরাপত্তা ব্যবস্থা। বুধবার সকাল ৯ টা থেকে শুরু হবে ভোটগ্রহণ, চলবে বিকেল ৪টা পর্যন্ত। সর্বশেষ ১৯৯০ সালে অনুষ্টিত হয়েছিলো চাকসু’র নির্বাচন। নির্বাচন কমিশন সূত্র জানায়, চূড়ান্ত তালিকা অনুযায়ী নির্বাচনে ভোটার সংখ্যা ২৭ হাজার ৫১৮ জন। নারী ভোটার প্রায় সাড়ে ১১ হাজার, যা প্রায় ৪১ শতাংশ। অন্যদিকে বিশ্ববিদ্যালয়ে আবাসন ব্যবস্থা আছে মাত্র ৬ হাজার ৩২৮ জনের। এর মধ্যে ছেলেদের হলে আছে ৩ হাজার ৬৮৭টি আসন এবং মেয়েদের হলে ২ হাজার ৬৪১টি। সে হিসাবে মাত্র ২৩...