সেনাসমর্থিত জেন-জি বিক্ষোভের মুখে মাদাগাস্কারের প্রেসিডেন্ট আন্দ্রি রাজোয়েলিনা দেশ ছেড়ে পালিয়ে গেলেও দেশটির জাতীয় সংসদ ভেঙে দেওয়ার ঘোষণা দিয়েছেন। ক্ষমতা হারানোর শঙ্কায় তিনি এ পদক্ষেপ নিলেও এটি মাদাগাস্কারের রাজনৈতিক সংকটকে আরও গভীর করে তুলেছে। মঙ্গলবার (১৪ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভে আসেন আন্দ্রি রাজোয়েলিনা। লাইভেই একটি ডিক্রি প্রকাশ করে তিনি সংসদ ভেঙে দেওয়ার ঘোষণা দেন। এর কিছুক্ষণ আগেই তার বিরুদ্ধে অভিশংসন (ইমপিচমেন্ট) ভোট হওয়ার কথা ছিল। মাদাগাস্কারের প্রেসিডেন্টের কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, সংসদ ভেঙে দেওয়ার ঘোষণা রেডিও এবং টেলিভিশনে প্রচারের সঙ্গে সঙ্গে কার্যকর হবে। সামাজিক যোগাযোগমাধ্যমে আরেক পোস্টে পলাতক প্রেসিডেন্ট দাবি করেন, দেশের ‘শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠা ও গণতন্ত্রকে শক্তিশালী করতেই’ তিনি এ পদক্ষেপ নিয়েছেন। এদিকে বিরোধীদলীয় নেতা সিটেনি র্যান্ড্রিয়ানাসোলোনিয়াইকো এই সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করেছেন। তিনি বলেন, সংবিধান অনুযায়ী জাতীয় পরিষদের সভাপতি জাস্টিন...