হংকংয়ের কাই তাক স্পোর্টস সিটিতে আরও একবার প্রত্যাবর্তনের গল্প লিখল বাংলাদেশ। পেনাল্টি গোলে পিছিয়ে পড়ার পর দ্বিতীয়ার্ধে রাকিব হোসেনের গোলে সমতায় ফিরে ১-১ গোলে ড্র করেছে হাভিয়ের কাবরেরার শিষ্যরা।ঘরের মাঠে প্রথম লেগের মতোই বুক চিতিয়ে লড়াই করলেও জয় অধরা থাকায় এই ড্রয়ের ফলে বাংলাদেশের এশিয়া কাপের মূল পর্বে যাওয়ার স্বপ্ন কার্যত শেষ হয়ে গেল। এর আগে ঘরের মাঠে প্রথম লেগেও হংকংয়ের বিপক্ষে বুক চিতিয়ে লড়াই করেছিল বাংলাদেশ। ৩-১ গোলে পিছিয়ে পড়ে ৩-৩ গোলে সমতা ফিরিয়েছিল। তবে এরপর শেষ মুহুর্তের গোলে স্বপ্নভঙ্গ হয় তাদের। সেই ম্যাচের অভিজ্ঞতা থেকে আজ ম্যাচের শুরুতে রক্ষণাত্মক কৌশলে পাঁচ ডিফেন্ডার নিয়ে খেলা শুরু করে বাংলাদেশ। ফলে প্রথমার্ধে তেমন কোনো সুযোগ তৈরি করতে পারেনি তারা। বরং আক্রমণে এগিয়ে ছিল স্বাগতিক হংকংই। ২০ মিনিটে লিওন জোনসের হেড সহজেই...