আইনপ্রণেতাদের অতিরিক্ত বেতনের বিরুদ্ধে ইন্দোনেশিয়ায় ব্যাপক বিক্ষোভের কয়েক সপ্তাহ পর নতুন করে তাদের ভাতা আবারো বাড়ানো হয়েছে। এ ঘটনা জনমনে নতুন ক্ষোভের সৃষ্টি করেছে বলে মঙ্গলবার জানিয়েছে বিবিসি। দেশটির ডেপুটি স্পিকার জানিয়েছেন, আইন প্রণেতারা এখন ৭০২ মিলিয়ন রুপিয়া (৪২ হাজার ৪০০ ডলার) অবকাশ ভাতা পাবেন - যা আগের ৪০০ মিলিয়ন রুপিয়ার ভাতার চেয়ে প্রায় দ্বিগুণ বৃদ্ধি। সংসদ অধিবেশন চলাকালীন সময়ে পরিদর্শনকারী নির্বাচনী এলাকার আইনপ্রণেতাদের তাদের সরকারি দায়িত্ব পালনে সহায়তা করার জন্য অবকাশ ভাতা দেওয়া হয়েছে। আগস্টের শুরুতে বিক্ষোভগুলো মূলত আইন প্রণেতাদের মাসিক তিন হাজার ডলার আবাসন ভাতা প্রদানের কারণে শুরু হয়েছিল - যা জাকার্তায় ন্যূনতম মজুরির প্রায় ১০ গুণ। পরে ক্ষোভ প্রশমনের জন্য এগুলো বাদ দেওয়া হয়েছিল। এমপিদের জন্য আবাসন ভাতার বিরুদ্ধে হাজার হাজার মানুষের বিক্ষোভের পর আগস্টের শেষ দিকে...