এর ফলে বাংলাদেশের যেকোনো ব্যাংকের কার্ড ব্যবহার করে বিকাশ, নগদ, রকেটসহ এমএফএস ওয়ালেটে টাকা পাঠানো বা গ্রহণ করা যাবে। তবে এর জন্য লেনদেনের পরিমাণ অনুযায়ী নির্ধারিত চার্জ দিতে হবে। প্রাপক গ্রাহকের কাছ থেকে কোনো ফি বা চার্জ নেওয়া যাবে না। বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস বিভাগ (PSD) সোমবার (১৩ অক্টোবর) এক নির্দেশনায় জানিয়েছে, দেশে নগদ অর্থের ব্যবহার কমিয়ে ডিজিটাল লেনদেন বাড়ানোই এই উদ্যোগের মূল লক্ষ্য। আগে এনপিএসবি প্ল্যাটফর্ম শুধু ব্যাংক-টু-ব্যাংক লেনদেনে সীমাবদ্ধ...