নড়াইল-১ আসনের সাবেক সংসদ সদস্য এবং আওয়ামী লীগ নেতা বি এম কবিরুল হক মুক্তি বিশ্বাসকে নাশকতার চারটি মামলায় হাজিরার জন্য ঢাকা কেন্দ্রীয় কারাগার (কেরানীগঞ্জ) থেকে বিশেষ নিরাপত্তায় নড়াইল জেলা কারাগারে আনা হয়েছে।আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুর ২টা ১০ মিনিটে প্রিজন ভ্যানে করে তাকে নড়াইল কারাগারে আনা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন নড়াইল জেল সুপার মো. শরিফুল ইসলাম। পুলিশ সূত্রে জানা গেছে, তাকে আগামীকাল বুধবার (১৫ অক্টোবর) নড়াইলের আদালতে হাজির করা হবে।এর আগে, গত ২৪ সেপ্টেম্বর রাতে রাজধানীর নিকেতন এলাকা থেকে আইনশৃঙ্খলা বাহিনী বি এম কবিরুল হক মুক্তি বিশ্বাসকে গ্রেফতার করে। গ্রেফতারের পর তাকে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে রাখা হয়। নড়াইল জেলার বিভিন্ন থানায় দায়ের করা নাশকতা ও সহিংসতার অভিযোগে চারটি মামলায় আদালতে হাজিরা দেওয়ার প্রয়োজন হওয়ায় কারা কর্তৃপক্ষ ও পুলিশ প্রশাসনের সমন্বয়ে...