যশোরের কেশবপুর উপজেলার বালিয়াডাঙ্গা সর্বজনীন দেবালয় ট্রাস্ট মন্দিরে চুরির ঘটনা ঘটেছে। গতকাল সোমবার (১৩ অক্টোবর) রাতে এই ঘটনা ঘটে। চোরেরা মন্দিরের তালা ভেঙে স্বর্ণালংকার, শালগ্রাম শিলা এবং পূজার সামগ্রীসহ প্রায় ১২ লাখ টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে। মন্দির কমিটির সাধারণ সম্পাদক উত্তম কুমার ঘোষ জানান, রাতের আঁধারে এক বা একাধিক ব্যক্তি কালীমন্দির, জগন্নাথমন্দির ও শিবমন্দিরের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। তারা বিগ্রহের গলায় থাকা স্বর্ণালংকার, শালগ্রাম শিলা (কষ্টিপাথরের তৈরি) এবং অন্যান্য পূজার সামগ্রী নিয়ে যায়। তিনি আরও বলেন, চুরি যাওয়া মালামালের আনুমানিক মূল্য...