এশিয়ান কাপ বাছাইয়ের ফিরতি লেগে আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) হংকংয়ের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। ম্যাচের প্রথমার্ধটা বাংলাদেশের জন্য শেষ হয়েছে হতাশায়। উত্তপ্ত কাই তাক স্পোর্টস পার্কে ৫০ হাজার দর্শকের সামনে লড়াই করেও পেনাল্টি থেকে হজম করা একমাত্র গোলেই বিরতির আগে ০-১ ব্যবধানে পিছিয়ে পড়ে জাভিয়ের কাবরেরার বাংলাদেশ। ম্যাচের শুরুটা ছিল আশাব্যঞ্জক। রক্ষণে দৃঢ়তা, মাঝমাঠে ছন্দ, আর মাঝে মাঝে আক্রমণে হালকা হুমকিও তৈরি করেছিল লাল-সবুজরা। তবে সেই ছন্দ ভাঙে ৩২ মিনিটে, যখন হংকংয়ের ফরোয়ার্ড ফার্নান্দোকে পেছন থেকে ফাউল করেন তারিক কাজী। জাপানি রেফারির বাঁশির সঙ্গে সঙ্গেই আসে পেনাল্টির সিদ্ধান্ত, সঙ্গে হলুদ কার্ডও। পেনাল্টি থেকে নির্ভুল শটে ম্যাথিউ বল পাঠান জালের ঠিক ভেতরে।আরো পড়ুন:৭ গোলের ম্যাচে হারল বাংলাদেশহামজার গোলে প্রথমার্ধে বাংলাদেশ ১, হংকং ১ নিজের ভুল বুঝে দুই হাত জোড়ে ক্ষমা চান তারিক,...