শিক্ষকদের যথাযথ মর্যাদা ও সুযোগ-সুবিধা নিশ্চিত না হলে আত্মমর্যাদাসম্পন্ন উন্নত জাতি গঠন করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। একই সঙ্গে তিনি এমপিওভুক্ত শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের সকল যৌক্তিক দাবি মেনে নিতে সরকারের প্রতি জোর আহ্বান জানিয়েছেন। মঙ্গলবার (১৪ অক্টোবর) একটি ফেসবুক পোস্টে এই আহ্বান জানান গণ অধিকার পরিষদের এই নেতা। পোস্টে প্রশ্ন রেখে নুর বলেন, “শিক্ষকরা মর্যাদা না পেলে আত্মমর্যাদাসম্পন্ন জাতি গঠন কিভাবে হবে? এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের দাবি-দাওয়া যৌক্তিক, সরকারকে মেনে নেওয়ার আহ্বান জানাচ্ছি।” তিনি আরও বলেন, শিক্ষকদের জন্য এমন একটি...