এশিয়ান কাপ বাছাইয়ে হংকংয়ের বিপক্ষে ফিরতি লেগের ম্যাচ খেলছে বাংলাদেশ। প্রথমার্ধ শেষে ০-১ গোলে পিছিয়ে হামজারা। ম্যাচের ৩২ মিনিটে পেনাল্টি থেকে গোল পায় স্বাগতিক হংকং। হংকংয়ের ৫০ হাজার দর্শকের সামনে ভালোই শুরু করেছিল হামজারা। স্বাগতিকদের আক্রমণ সামাল দিয়ে যাচ্ছিলেন বাংলাদেশের ডিফেন্ডাররা। নির্ভরযোগ্য ডিফেন্ডার তারিক কাজী হংকং ফরোয়ার্ড ফার্নান্দোকে পেছন থেকে ফাউল করে বসেন। জাপানিজ রেফারি পেনাল্টির বাঁশির সঙ্গে হলুদ কার্ড দেখান। পেনাল্টি থেকে ম্যাথিউ গোল করতে ভুল করেননি। তারিক কাজী একেবারে নিষ্প্রয়োজনেই ফাউল করেছেন। স্বাভাবিকভাবে ট্যাকল করার সুযোগ ছিল সেটা না করে উল্টো তিনি ভুল পথে হাটলেন। নিজের ভুল স্বীকার করে দুই হাত জোড় করে দুঃখ প্রকাশ করেন। তিনি যে ভুল করেছেন সেটার খেসারত বাংলাদেশ দিয়েছে। হামজা আজও সারা মাঠ দৌড়ে খেলেছেন। হংকংয়ের অনেক আক্রমণ দূর থেকে উড়ে এসে ট্যাকল...