স্পিন সহায়ক উইকেটে চমৎকার বোলিংয়ে দলকে লিড এনে দিলেন নোমান আলি। ব্যাটিংয়ে নেমে পাকিস্তানের সেই স্বস্তি অনেকটাই উবে গেল। আবারও বল হাতে দ্যুতি ছড়ালেন সেনুরান মুথুসামি। স্বাগতিকদের অল্পতে গুটিয়ে লক্ষ্য খুব বড় হতে দিলেন না বাঁহাতি স্পিনার। কিন্তু ফের নোমানের ছোবলে ভালোভাবে দিন শেষ করতে পারল না দক্ষিণ আফ্রিকা। লাহোর টেস্টে মঙ্গলবার দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংস ২৬৯ রানে গুটিয়ে ১০৯ রানের লিড নেয় পাকিস্তান। দ্বিতীয়বার ব্যাটিংয়ে নেমে দুইশও করতে পারেনি তারা। ১৬৭ রানে থেমে যাওয়া শান মাসুদের দল সফরকারীদের দিতে পারে ২৭৭ রানের লক্ষ্য। পাকিস্তানের মাটিতে টেস্টে আড়াইশ রানও তাড়া করে জয়ের রেকর্ড নেই কোনো দলের। ২০০০ সালে রাওয়ালপিন্ডিতে ২২০ রানের লক্ষ্যে জিতেছিল শ্রীলঙ্কা। রেকর্ড রান তাড়ার কঠিন সেই চ্যালেঞ্জে দিনের শেষ সেশনে ব্যাটিংয়ে নেমে ২ উইকেটে ৫১ রান করেছে...