ভুয়া তথ্য দিয়ে ‘জুলাই যোদ্ধা’ হিসেবে সরকারি তালিকায় নাম দেওয়া এবং যাচাইয়ের সময়ে জিজ্ঞাসাবাদের নামে নির্যাতনের অভিযোগের ঘটনায় জুলাই স্মৃতি ফাউন্ডেশনের ১০ সদস্যসহ ১৩ জনের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালতে মামলাটি করেন ভুক্তভোগী সাবিনা ইয়াসমিন। বিচারক এদিন মামলাটি আমলে নিয়ে আগামী ১১ নভেম্বরের মধ্যে সিআইডিকে তদন্তের নির্দেশ দিয়েছে। বাদীপক্ষের আইনজীবী মো. জাকির হোসাইন বিষয়টি নিশ্চিত করেছেন। জাকির হোসাইন বলেন, এ মামলায় আসামি করা হয়েছে—জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সিনিয়র ভেরিফিকেশন...