হবিগঞ্জে জামায়াত নেতা হত্যা মামলায় ১৪ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। এর মধ্যে একজনকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (১৪ অক্টোবর) হবিগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ আদালতের বিচারক সৈয়দ মো. কায়সার মোশারফ ইউসুফ এ রায় দেন। মামলায় দুজনকে বেকসুর খালাস এবং মৃত্যুবরণ করায় ৩ জনকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। রায় প্রকাশের পর বাদীপক্ষ অসন্তুষ্ট হয়ে উঠলে আদালত প্রাঙ্গণে চরম উত্তেজনা দেখা দেয়। সদর মডেল থানার বিপুলসংখ্যক পুলিশ তাৎক্ষণিক পরিস্থিতি শান্ত করে। যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন- শহিদুল আলম চৌধুরী, জাহাঙ্গীর আলম, শেবুল মিয়া, রুবেল মিয়া, শামিম, আব্দুল মুকিত, আলমগীর, শামছুল হুদা ছরফুল, মকছুদ ওরফে ছাও মিয়া, তারা মিয়া, রতিশ দাশ, ছায়েদ মিয়া ও নাহিদ মিয়া। আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে মামলার প্রধান আসামি শফিকুল আলম চৌধুরীকে। অভিযোগ প্রমাণিত না হওয়ায় বুলবুল...