গাজা সিটির শুজাইয়া এলাকায় নিজেদের ঘর খুঁজতে আসা পাঁচ ফিলিস্তিনি নিহত হয়েছেন। ইসরাইলি সেনাবাহিনী দাবি করেছে, নিহত ব্যক্তিরা তাদের সেনাদের দিকে এগিয়ে আসছিলেন, তখনই তাদের লক্ষ্য করে গুলি চালানো হয়। গাজার জরুরি সেবা বিভাগ জানিয়েছে, জাবালিয়ার হালাওয়া এলাকায় ইসরাইলি গুলিতে আরও কয়েকজন ফিলিস্তিনি আহত হয়েছেন। তবে আহতের সঠিক সংখ্যা জানা যায়নি। ইসরাইলি সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়, পুনঃবিন্যাস লাইনের কাছে আসা কয়েকজন ফিলিস্তিনির ওপর তাদের সেনারা গুলি চালিয়েছে। এসব ঘটনা ঘটেছে খান ইউনিস ও গাজা সিটির শুজাইয়া এলাকায়। এদিকে যুদ্ধবিরতির সুযোগে অনেক ফিলিস্তিনি নিজেদের বাড়িঘর দেখতে ধ্বংসস্তূপে ফিরছেন। তবে গাজার বিস্তীর্ণ এলাকা এখনো ইসরাইলি সেনাদের নজরদারিতে থাকায় যেকোনো নড়াচড়া দেখলেই গুলি চালানো হচ্ছে। গাজার পূর্বাঞ্চলে এখনো গুলির শব্দ শোনা যাচ্ছে বলে জানিয়েছেন স্থানীয়রা।আরও পড়ুনআরও পড়ুনশিগগিরই ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে ইতালি:...