ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে সাউথ কোরিয়ার বিপক্ষে ৫-০ গোলের জয় পেয়ে উজ্জীবিত ব্রাজিল হেরে বসেছে আরেক এশিয়ান দল জাপানের কাছে। ব্রাজিলের বিপক্ষে দারুন প্রত্যাবর্তন করেছে জাপান। পিছিয়ে পড়া ম্যাচে ঘুরে দাঁড়িয়েছে এশিয়ার সূর্যোদয়ের দেশটি। টোকিওর আজিনোমোটো স্টেডিয়াম সেলেসাওদের বিপক্ষে ৩-২ গোলে জিতেছে জাপান। ম্যাচের ৫০ মিনিট পর্যন্ত ২-০ গোলে পিছিয়ে থেকে জয় ছিনিয়ে আনে জাপান। ২৬ মিনিটে পাউল হেনরিকের গোলে এগিয়ে যায় ব্রাজিল। ৩২ মিনিটে ব্যবধান দিগুণ করেন গ্যাব্রিয়েল মার্টিনালি। বিরতি থেকে...