পিআর পদ্ধতি নিয়ে যে সব রাজনৈতিক দল কঠোর অবস্থানে রয়েছেন, তাদেরকে আলোচনার টেবিলে বসার আহবান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল, সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার। পিআর পদ্ধতি নিয়ে যে সব রাজনৈতিক দল কঠোর অবস্থানে রয়েছেন, তাদেরকে আলোচনার টেবিলে বসার আহবান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল, সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার। মঙ্গলবার (১৪ অক্টোবর) বেলা ১১টায় খুলনা-৫ আসনের ডুমুরিয়া উপজেলার চুকনগর বাসস্ট্যান্ড ও বাজারে নির্বাচনী গণসংযোগকালে তিনি এ আহবান জানান। মিয়া গোলাম পরওয়ার বলেন, জাতীয় সংসদে যে বিষয়ে আলোচনা করা যায়, সে বিষয় নিয়ে নির্বাচনের আগেও আলোচনা করা সম্ভব। এ জন্য নির্বাচনের পূর্বে যে সব রাজনৈতিক দল পিআর পদ্ধতি নিয়ে ভিন্নমত পোষণ করছেন, তাদেরকে আলোচনা ও গোলটেবিল বৈঠকের মধ্য দিয়ে আন্তর্জাতিকভাবে স্বীকৃত পিআর পদ্ধতির মাধ্যমে ঐকমত্যে পৌঁছে নির্বাচনের আয়োজন...