‘সমন্বিত উদ্যোগে টেকসই উন্নত বিশ্ব বিনির্মাণে মান’ এই প্রতিপাদ্যে সারাদেশের মতো কুমিল্লায়ও পালিত হয়েছে ৫৬তম বিশ্ব মান দিবস। মঙ্গলবার দুপুরে জেলা সার্কিট হাউজ মিলনায়তনে বিএসটিআই কুমিল্লার উদ্যোগে এ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাইফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডা. আলী নুর মোহাম্মদ বশীর আহমেদ, পুলিশ সুপারের প্রতিনিধি পুলিশ পরিদর্শক মো. সাদিকুর রহমান, বিএসটিআই কুমিল্লার উপপরিচালক পরিতোষ চন্দ্র তালুকদারসহ অন্যান্য কর্মকর্তারা। আলোচনায় বক্তারা বলেন, মানসম্মত পণ্য ও সেবা টেকসই উন্নয়নের অন্যতম ভিত্তি। পণ্যের গুণগত মান বজায় রাখতে হলে উৎপাদক, ব্যবসায়ী ও ভোক্তা সবার সচেতনতা এবং সততা অপরিহার্য। সিভিল সার্জন বলেন, এসডিজি অর্জনে পণ্যের আন্তর্জাতিক মান বজায় রাখা খুবই গুরুত্বপূর্ণ। বিদেশে বাজার ধরে রাখতে হলে আমাদের...