রাজধানীর মিরপুরে পোশাক কারখানা ও কেমিক্যাল গোডাউনে আগুনের ঘটনায় উদ্ধারের সহযোগিতায় যোগ দিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকেলে সরেজমিনে দেখা যায়, আগুন নেভাতে ও উদ্ধারের সহযোগিতায় করছে ফায়ার সার্ভিস, সেনাবাহিনী, পুলিশ, র্যাব ও বিজিবির সদস্য ও উৎসুক জনতা।পাশে থাকা একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবকরাও উদ্ধার তৎপরতায় অংশ নিয়েছেন। বিজিবির সদরদপ্তর থেকে জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি অবগত করেন। তিনি জানান, মিরপুর এলাকায় পোশাক কারখানা ও কেমিক্যাল গোডাউনে আগুনে...