১৪ অক্টোবর ২০২৫, ০৭:৪২ পিএম | আপডেট: ১৪ অক্টোবর ২০২৫, ০৭:৪৭ পিএম 'জয় বাংলা ব্রিগেড’র জুম মিটিংয়ে অংশ নিয়ে অন্তরর্তীকালীন সরকারকে উৎখাত ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে অংশ নেওয়ার অভিযোগে করা রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৬১ জনকে আদালতে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ দিয়েছে আদালত। মঙ্গলবার (১৪ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালত এ আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. সালাহউদ্দিন এ তথ্য জানান। এদিন পলাতক আসামিদের গ্রেপ্তার করা গেল কি না সে সংক্রান্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। তবে আসামিদের গ্রেপ্তার করা যায়নি মর্মে পুলিশ প্রতিবেদন দাখিল করে। এরপর আদালত পলাতক আসামিদের আদালতে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেয়। এ বিষয়ে প্রতিবেদনে জন্য আগামী ১১ নভেম্বর দিন ধার্য করা হয়েছে। গত ২৭ মার্চ শেখ হাসিনাসহ ৭৩...