অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগ তদন্ত করতে বেড়িয়ে এসেছে দীর্ঘদিনের অবৈধ মিটার সংযোগ চক্রের সন্ধান। সম্প্রতি দুদকে উত্থাপিত এক ইলেক্ট্রনিক্স ব্যবসায়ীর অভিযোগ তদন্তে গিয়ে মিটার জালিয়াতির প্রমাণ পেয়েছে নেত্রকোনা বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। আর এই অবৈধ বিদ্যুৎ সংযোগে একদিকে যেমন রাজস্ব হারাচ্ছে সরকার তেমনি অতিরিক্ত লোডশেডিং ও বাড়তি বিল গুনতে হচ্ছে গ্রাহকদের। অবৈধ সংযোগ স্থাপনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার দাবি করছেন সাধারণ গ্রাহকরা। জানাগেছে, জেলা শহরসহ আশপাশের ৪৬২ কিলোমিটার অংশে রয়েছে পিডিবির অন্তত ৬০ হাজার বিদ্যুৎ গ্রাহক। কিন্তু সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে একাধিক স্থানে রয়েছে অবৈধ সংযোগ। ফলে ঘাটতি পুরনে অতিরিক্ত লোডশেডিং ও মাস শেষে বাড়তি বিল গুনতে হয় সাধারণ গ্রাহকদের। প্রায় ১৬ বছর আগে ডিজিটাল মিটার স্থাপন শুরু করে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। ডিজিটালের নামে অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগ বেশ পুরনো। সম্প্রতি...