মহানবীর (সা.) জীবনীকার, ইতিহাসবিদ ও আলেমদের নির্ভরযোগ্য অভিমত অনুযায়ী সর্বপ্রথম আজান হয়েছিল মদিনায় আল্লাহর রাসুলের (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) হিজরতের পর প্রথম বছর অর্থাৎ প্রথম হিজরিতে। হজরত বেলালই (রা.) প্রথম ব্যক্তি যিনি আজান দেন। ইবনে ওমর (রা.) থেকে বর্ণিত তিনি বলেন, মুসলমানরা যখন হিজরত করে মদিনায় হিজরত করেন, তখন তারা অনুমান করে নামাজেরর জন্য একটা সময় ঠিক করে নিতেন এবং সে অনুসারে সমবেত হতেন। নামাজের জন্য কেউ আজান দিত না। একদিন তারা বিষয়টি নিয়ে আলোচনা করলেন। কেউ কেউ প্রস্তাব করলেন, নামাজের আগে খৃষ্টানদের মত ঘন্টা বাজানো হোক। কেউ আবার বললেন, ইহুদিদের মত ভেঁপু বাজানো হোক। ওমর (রা.) বললেন, নামাজের জন্য ডাকতে তোমরা কি একজন লোক পাঠাতে পার না? তখন রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বললেন, হে বেলাল! নামাজের ঘোষণা দাও! (সুনানে তিরমিজি:...